মোঃ আব্দুর রকিব, হবিগঞ্জ থেকে : হবিগঞ্জের শায়েস্তানগরের একটি দোকানে ফিল্মী কায়দায় ছিনতাই করার ঘটনা ঘটেছে। এ সময় কায়েছ মিয়া (২৫) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে জনতা। পরে তাকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে হস্তান্তর করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) বিকেলে উল্লেখিত স্থানে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, শহরতলীর ভাদৈ গ্রামের আব্দুর নুরের পুত্র কবির মিয়া (২২) ও একই এলাকার ঝাড় মিয়ার পুত্র কায়েছ মিয়া (২৫) ওই এলাকার মহিবুর স্টোর নামক দোকানে এসে মালিক সাজিদ মিয়াকে অস্ত্রের মুখে জিম্মি করে ড্রয়ার থেকে নগদ ৬৭ হাজার টাকা নিয়ে মোটর সাইকেল যোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় জনতা ধাওয়া করলে কবির পালিয়ে গেলেও কায়েছকে আটক করতে সক্ষম হয়। ছিনতাই হওয়া টাকা এখনো উদ্ধার করা যায়নি বলে দোকানের মালিক জানিয়েছেন।
সদর থানার ওসি মাসুক আলী জানান, একজন থানায় আটক আছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্য জনকে আটক করতে অভিযান চলছে।
Posted ১০:৫৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad