মোঃ আব্দুর রকিব, হবিগঞ্জ : হবিগঞ্জ সদরের কটিয়াদি বাজার এলাকায় আশুগঞ্জ থেকে আসা সিমেন্ট বোঝাই ট্রাক আটক করেছে সচেতন জনতা। ট্রাকের চালক ও হেলপারকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রেখেছে উপজেলা প্রশাসন।
রবিবার (১৯ এপ্রিল) রাতে উপজেলার কটিয়াদি বাজার এলাকার সুলতানশী পুকুর পাড়ে তাদেরকে আটক করা হয়। পরে তাদেরকে পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।
জানা যায়, আশুগঞ্জ থেকে সিমেন্ট বেঝাই ট্রাক কটিয়াদি পুর্ব বাজারের শাওন ট্রেডার্স নামক ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে সুলতানশী পুকুর পাড় এলাকায় আসা মাত্রই স্থানীয় সচেতন জনতা ট্রাকটি আটক করেন। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করা হলে হবিগঞ্জ সদর মডেল থানার এস আই অভিজিৎ ভৌমিকসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
এ সময় স্থানীয় জনতা সিমেন্ট ভর্তি ট্রাকসহ চালক আবুল কাশেম ও হেলপার আবু মিয়াকে তাদের কাছে সোপর্দ করেন। পুলিশ তাদেরকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক ও হেল্পারকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠিয়েছেন।
Posted ৭:৩৯ অপরাহ্ণ | সোমবার, ২০ এপ্রিল ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad