মোঃ আব্দুর রকিব, হবিগঞ্জ থেকে : হবিগঞ্জ জেলায় দ্রুত বৃদ্ধি পাচ্ছে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা। ইতোমধ্যে হবিগঞ্জ জেলাকে রেড জোন উল্লেখ পূর্বক প্রজ্ঞাপন জারির মাধ্যমে সাধারণ ছুটি ঘোষাণা করেছে জনপ্রশাসন মন্ত্রনালয়। নতুন করে পুলিশের এক কর্মকর্তাসহ আরও ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে।
সোমবার (২২ জুন) আইইডিসিআর ঢাকা থেকে আসা রির্পোটে আরও ৩২ জনের করোনা শনাক্তের তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্বল। তিনি জানান, এর মধ্যে নবীগঞ্জ উপজেলার গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি) কাওছার আলম রয়েছেন। ডেপুটি সিভিল সার্জন আরও জানান, নতুন ৩২ জনসহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪১৩ জন। আরোগ্য লাভ করেছেন ১৬৬ জন এবং মৃত্যু বরণ করেছেন ৫ জন।
এছাড়াও হবিগঞ্জ থেকে এ পর্যন্ত করোনা পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে ৬২৮৩ জনের। এখন পর্যন্ত রিপোর্ট এসেছে ৫১১২ জনের। নতুন শনাক্ত হবিগঞ্জ সদর (শায়েস্তাগঞ্জসহ) উপজেলায় ১৭ জন, মাধবপুর উপজেলায় ৬ জন, বানিয়াচং উপজেলায় ৩ জন, আজমিরীগঞ্জ উপজেলায় ৩ জন, চুনারুঘাট উপজেলায় ২ ও নবীগঞ্জ উপজেলায় ১ জন রয়েছে।
Posted ১১:৩০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৩ জুন ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad