ছবি- সিলেটের জনপদ
প্রখ্যাত শরৎ বাউল তার একটা গানে বলেছিলেন, “সুরাবই পুরাসুন্দার এক ঘর শেখ তিন ঘর দাস, বাকি সব তেতুল আর বাশ”। বাউলের গানের কথার সূত্র ধরে বলা যায়, যুগ যুগ ধরে এই এলাকার বাশ ইতিহাস ও ঐতিহ্যে স্থান করে নিয়েছে। হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং নদীর পাড়ে গড়ে উঠা বাশ বাজারটি স্থানীয় চাহিদা মিটিয়ে দূর-দূরান্তে নিয়মিতভাবে বাজারজাত হচ্ছে। সপ্তাহে দুই দিন (রবিবার ও বুধবার) নদীর তীরবর্তী স্থানে বিস্তৃত এলাকা জুড়ে বসে বিশাল বাশের হাট। এখান থেকে ব্যবসায়ীরা সিলেট,সুনামগঞ্জ, মৌলভীবাজার জেলাসহ দেশের নানা স্থানে নিয়ে যান বিভিন্ন ধরনের বাশ। এছাড়াও শনি আর মঙ্গলবারে স্থানীয়দের জন্য বসে বাশের চক। সুতাং নদীর চরে বসে এ হাট।
তবে ক্রেতা বিক্রেতাদের দুর্ভোগ যেন শেষ নেই। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা রোদ বৃষ্টিতে কষ্ট করে তাদের বিপনন চালিয়ে যাচ্ছেন। তাদের জন্য অস্থায়ী এ বাজারে নেই কোন বিশুদ্ধ পানীয় জল বা শৌচাগারের ব্যবস্থা। তাদের দাবি অচিরেই যেন যথাযত কতৃপক্ষ এই বিষয়ে নজর দিয়ে সৌচাগার ও বিশুদ্ধ পানির নলকূপ স্থাপন করে দেন।
Posted ১২:৫৫ অপরাহ্ণ | শুক্রবার, ০৯ আগস্ট ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad