হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে এক অভিযানে বিপুল পরিমান চোরাই গাছ আটক করেছে বনজদ্রব্য পরীক্ষণ ফাঁড়ি। মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জের লস্করপুর রেলগেইট এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাই গাছ জব্দ করা হয়েছে।
জানা যায়, মঙ্গলবার দুপুরে শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা মোঃ শহিদুর রহমানের নেতৃত্বে শায়েস্তাগঞ্জ বনজদ্রব্য পরীক্ষণ ফাঁড়ির সহকারী কর্মকর্তা মোঃ আহমদ আলী, মোঃ জাকির হোসেন, রেঞ্জ সহযোগী কর্মকর্তা মোঃ ইসাক আলী, আশরাফ আলী ও নজরুল ইসলামসহ এক অভিযান চালায়। এ সময় অবৈধ ভাবে পরিবহনকালে ট্রাক ভর্তি (ঢাকা মেট্রো- ট- ২৪- ১০৭৫) ইউকেলিপটাস গাছের প্রায় ২শ ৫০ ঘনফুট গোল কাঠ জব্দ করা হয়।
শায়েস্তাগঞ্জ বনজদ্রব্য পরীক্ষল ফাঁড়ির সহকারী কর্মকর্তা মোঃ আহমদ আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দকৃত গোল কাঠগুলি ইউকেলিপটস জাতের গোল কাঠ। যার বাজার মূল্য প্রায় দেড়লাখ টাকা। কাঠগুলি নওগা থেকে চোরাই পথে সিলেট যাচ্ছিল। ট্রাক চালক পালিয়ে যাওয়াতে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করা হয়েছে।
Posted ৮:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ এপ্রিল ২০২১
Sylheter Janapad | Sylheter Janapad