সুমন আহমেদ বিজয়, লাখাই(হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার নোয়াগাও গ্রামের সজল মিয়া (২৩) নামে বিষপানে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের মিয়া হোসেনের ছেলে ও বৃন্দাবন সরকারি কলেজের বিএ অনার্সের ছাত্র।
স্হানীয় সূত্রে জানা যায়,সোমবারে পাশের গ্রামের এক বন্ধুর বাড়িতে বেড়াতে যায় সজল মিয়া। সেখান থেকে রাতে বাড়িতে ফিরে এসে নিজ ঘরে শুয়ে পড়ে।
মঙ্গলবার ভোরে পরিবারের অগোচরে বিষপান করে চটপট করতে থাকে সে। বিষয়টি আচ করতে পেরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তবে কি কারনে বিষপান করছে তা এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।