সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে: লাখাই উপজেলার ১নং লাখাই ইউনিয়নের আমানউল্লাহপুরে পারিবারিক জের ধরে চাচাত ভাইয়ের হাতে মফিজুল ইসলাম (২৬) নামে একজন খুন হয়েছে। মঙ্গলবার দুপুর ২ টার সময় এঘটনা ঘটে।
পুলিশ ও স্হানীয় সূত্রে জানা যায়, মফিজুল ইসলামের সাথে তার চাচাত ভাই আসকির মিয়ার পুত্র যায়াতুল মিয়ার হাস চড়ানো কে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত ঘটে। এক পর্যায়ে মফিজুল প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়।
আহত মফিজুল কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সংঘর্ষে মফিজুলের আপন ছোট ভাই জহিরুল গুরুতর আহত হলে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লাখাই থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম বলেন, পারিবারিক বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মফিজুল নামে একজন মারা যায় ও নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।