হবিগঞ্জের মাধবপুরে মাধকাশক্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী মনি বেগম (২২) নিহত হয়েছেন। নিহত মনি বেগম মাধবপুর পৌর এলাকার ফায়ার সার্ভিস এলাকায় স্বামী মুশাহিদ মিয়াকে নিয়ে বসবাস করতেন।
বুধবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামী মুশাহিদ মিয়া স্ত্রী মনি বেগমকে ছুরিকাঘাত করে। পাশ্ববর্তী লোকজন স্থানীয় হাসপাতালে নিলে গেলে তাকে রেপার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেরণ করা হয়। সেখানে বৃহষ্পতিবার বিকালে মনি বেগম মারা যান।
এর পূর্বে পুলিশ ভোরে স্বামী মুশাহিদ মিয়াকে আটক করে জেল হাজতে প্রেরণ করে।
এ ব্যাপারে মাধবপুর থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে ‘সিলেটের জনপদ’কে জানিয়েছেন, স্বামী মাধকাশক্ত ছিল। তাকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।মনি বেগমের লাশ সিলেট থেকে রাতেই মাধবপুরে ফিরার কথা রয়েছে।