মো. আব্দুর রকিব, হবিগঞ্জ থেকে : হবিগঞ্জের পইলে ঐতিহ্যবাহী শতবর্ষী মাছ মেলা আজ বুধবার (১৫ জানুয়ারী) অনুষ্ঠিত হচ্ছে। দুই শতাধিক বছর ধরে প্রত্যেক বৎসর পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে এ ঐতিহ্যবাহী মাছ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এ মেলা উপলক্ষ্যে পইল এলাকায় উৎসবের পরিবেশ বিরাজ করছে।
ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে মাছ বিক্রেতাসহ বিভিন্ন দোকানীরা তাদের পসরা নিয়ে হাজির হয়েছে মেলায়। সুষ্ঠুভাবে মেলা উদযাপনের লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও বেশ কয়েকটি কমিটি গঠন করা হয়েছে। এবছর মেলায় সকল ধরনের জুয়া, হাউজি ইত্যাদি বন্ধ ঘোষনা করা হয়েছে। এর পাশাপাশি নারীদের মেলায় প্রবেশ সীমিত রাখা হয়েছে। পইলের মাছ মেলা উপলক্ষে ইতিমধ্যে অনেক প্রবাসী তাদের গ্রামের বাড়িতে চলে এসেছেন।
Posted ৫:৩৫ অপরাহ্ণ | বুধবার, ১৫ জানুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad