মোঃ আব্দুর রকিব, হবিগঞ্জ থেকে : হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা নিতে এসে, স্ত্রীর চিকিৎসা ব্যয় বহন করতে নবজাতক সন্তানকে বিক্রি করতে যাওয়া সেই দরিদ্র দম্পতির পাশে দাঁড়িয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক। রোববার (১০জানুয়ারী) জেলা প্রশাসক হবিগঞ্জের পক্ষ থেকে সেই দম্পতিকে খাদ্যসামগ্রী, কম্বল এবং নবজাতকের জন্য শীতবস্ত্র প্রদান করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে , জেলার বানিয়াচং উপজেলার মন্দরি নামক গ্রামের রহিম উদ্দিনের স্ত্রী আকলিমা বেগম সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণজনিত জটিলতা নিয়ে গত ৮ জানুয়ারি হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি হন প্রসূতি মায়ের অবস্থা দেখে চিকিৎসকরা ৫ ব্যাগ রক্তের প্রয়োজন হবে বলে জানান। এমতাবস্থায় নবজাতকের বাবা রহিম উদ্দিন টাকার অভাবে রক্তের ব্যবস্থা করতে না পেরে সন্তান বিক্রি করার সিদ্ধান্ত নেন। ওইদিনই হাসপাতালে আসা আরেক রোগীর নি:সন্তান স্বজনের কাছে মাত্র ৬ হাজার টাকায় ১৫ দিনের সন্তানকে বিক্রি করে দেন রহিম-আকলিমা দম্পতি। বিষয়টি পরে জানাজানি হলে পুলিশের সহায়তায় সেই সন্তানকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেয়া হয়।
Posted ১০:৪৮ পূর্বাহ্ণ | সোমবার, ১১ জানুয়ারি ২০২১
Sylheter Janapad | Sylheter Janapad