জিয়াউল হক জিয়া, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : সৌদি আরবের রাজধানী রিয়াদে মঙ্গলবার ০৩ মার্চ স্থানীয় সময় সকাল ৯টায় এক ভয়াবহ সড়ক দূর্ঘটনায় মৌলভীবাজারের কুলাউড়া ও জুড়ী উপজেলার ২ প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় অপর এক প্রবাসী আহত হয়েছেন।
নিহত প্রবাসীদের পারিবারিক সুত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বাসা থেকে কর্মস্থলে যাবার পথে কুলাউড়া ও জুড়ী উপজেলার বাসিন্দা ৩ প্রবাসীকে বহনকারী প্রাইভেট কারের চাকা খুলে দুর্ঘটনা কবলিত হয়। এতে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আমুলি গ্রামের নছিম আলীর ছেলে জাকের আলী (১৯) ও জুড়ী উপজেলার বাসিন্দা আব্দুল হান্নানের ছেলে আব্দুল মুকিত (২৫) ঘটনাস্থলেই মারা যান। জুড়ী উপজেলার নিহত মুকিতের পরিবারের বিস্তারিত ঠিকানা জানা সম্ভব হয়নি।
দূর্ঘটনায় নিহত জাকের আলীর প্রবাসী বন্ধু আমুলি গ্রামের উকিল মিয়ার ছেলে শাওন (১৯) গুরুতর আহত হয়েছে। নিহত ২ প্রবাসীর লাশ ও আহত শাওন রিয়াদের কিং ফাহাদ হাসপাতালে রয়েছেন। রিয়াদের প্রবাসী সুত্রে জানা যায়, আহত শাওনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে সড়ক দূর্ঘটনায় নিহত জাকের আলীর বাড়ীতে মৃত্যুর খবর জানার পর চলছে শোকের মাতম। পারিবারিক সুত্রে জানা যায়, নিহত জাকের আলী আমুলি গ্রামের নাছিম আলী ২ ছেলে ও ৩ মেয়ের মধ্যে সবার বড়। মাত্র ৪-৫ মাস আগে পরিবার ও নিজের ভাগ্য বদলের আশায় সৌদি আরবের রিয়াদে পাড়ি জমান জাকের আলী। তার মৃত্যুতে পরিবারের স্বপ্ন অধরাই থেকে গেলো। নিহত জাকের আলীর বাড়ীতে চলছে শোকের মাতম।