কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ : সুনামগঞ্জ সুনামগঞ্জ জেলা মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন এর উদ্যোগে দক্ষিণ সুনামগঞ্জে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সকাল ১১ ঘটিকায় উপজেলার হাজী আক্রম আলী দাখিল মাদ্রাসা মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে দক্ষিণ সুনামগাঞ্জ উপজেলার ৫০ টি হতদরিদ্র ও দিনমজুর পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন,মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন সুনামগঞ্জ এর প্রতিষ্ঠাতা আহবায়ক ও সুনামগঞ্জ বিএমএ এর সাংগঠনিক সম্পাদক ডাঃ সৈকত দাস,মানবতার কল্যাণ ফাউন্ডেশনের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি কামরুজ্জামান কামরুল,দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ,সাধারণ সম্পাদক মো: নুরুল হক,সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ,কোষাধ্যক্ষ সোহেল তালুকদার, শান্তিবার্তা ডট কম এর সম্পাদক ও প্রকাশক মোঃ ওবায়দুল হক মিলন, সম্মিলিত সামাজিক জোট সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক পাভেল আহমদ, হিউম্যান রাইটস ওয়াচ সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক সংবাদকর্মী মোঃ আবু সঈদ,মা মেডিকেল সার্ভিসের স্বত্তাধিকারী হাজী মোঃ সাইদুল ইসলাম ও সহকারী পরিচালক ফাইম আহমদ প্রমুখ।
Posted ১০:২৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad