সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ বিয়াম ল্যাবরেটরি স্কুলের বার্ষিক ক্লাসপার্টি অনুষ্ঠিত হয়েছে।২৫ নভেম্বর সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে বিয়াম ল্যাবরেটরি স্কুলের বার্ষিক ক্লাসপার্টি অনুষ্ঠিত হয়।
ক্লাসপার্টি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের এমপি এড.পীর ফজলুর রহমান মিসবাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোঃ আব্দুল আহাদ, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: হারুন অর রশিদ, অধ্যক্ষ ড. জান্নাতুল ফেরদাউস প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠান পরিচালনা করেন অভিভাবক নুরুল আলম সাগর। প্রধান অতিথি’র বক্তব্যে এমপি মিসবাহ বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতির শিখরে আরোহন করতে পারে না। এই ক্ষুদে শিক্ষার্থীদের শিক্ষারমান উন্নয়ন করতে বর্তমান সরকার কাজ করছে।
বিয়াম ল্যাবরেটরি স্কুলটি বর্তমানে ৮ম শ্রেনী পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু আছে। আগামী বছর থেকেই ৯ম ও ১০ শ্রেণীর শিক্ষা কার্যক্রম চালুর ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন, জেলার একমাত্র ইংরেজী মাধ্যম বিদ্যালয়টি অত্যন্ত সুনামের সাথে তার শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।
Posted ১২:০৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad