কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ প্রতিনিধি : ‘সবুজ পৃথিবী সজীব স্কাউটিং’ এই শ্লোগানকে সামনে রেখে ৪দিন ব্যাপী উপজেলা স্কাউটস সমাবেশের উদ্বোধন করা হয়েছে।
বুধবারে দুপুরে বাংলাদেশ স্কাউটস, সুনামগঞ্জ সদর উপজেলার ব্যবস্থাপনায় সুনামগঞ্জ সদর উপজেলা মোল্লাপাড়া ইউনিয়নের চরমহল্লা উচ্চ বিদ্যালয়ে ৪দিন ব্যাপী স্কাউটস সমাবেশের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল।
সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমার সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা স্কাউটস’র সহ-সভাপতি ধূর্জুটি কুমার বসু, চরমহল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিষুস কান্তি দাস, সদর উপজেলা স্কাউটস কমিশনার মো.গিয়াস উদ্দিন, সহকারী কমিশনার মো.রুহুল আমিন,সাধারণ সম্পাদক নুরুল আনোয়ার মো.ফেরদৌস, যুগ্ম-সাধারণ সম্পাদক মো.বুরহান উদ্দিন প্রমুখ।
এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম বজলু, সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু প্রমুখ।
আলোচনা সভা পরিচালনা করেন স্কাউট লিডার সুহেল আলম ও কোষাদক্ষ্য মো. আবুল কাশেম আজাদ। ৪দিন ব্যাপী উপজেলা স্কাউট সমাবেশে ৯টি হাই স্কুল ও ১টি কর্ণিকা মুক্ত স্কাউটস গ্রুপ অংশ গ্রহণ করে।
Posted ৮:১০ অপরাহ্ণ | বুধবার, ২২ জানুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad