সাইফ উল্লাহ, সুনামগঞ্জ : সুজন-সুশাসনের জন্য নাগরিক সুনামগঞ্জ জেলা সম্মেলনকে সামনে রেখে প্রস্তুতি সভা বুধবার সন্ধ্যায় দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ সুনামগঞ্জ অফিসে অনুষ্ঠিত হয়েছে।
সুজন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট হোসেন তওফিক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আলী হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক সাহিনা চৌধুরী রুবি, সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল করিম সাইদ, অর্থ সম্পাদক আলমগীর আহমদ তালুকদার, প্রচার সম্পাদক আমিনুল হক, সদস্য মো. এনামুল হক এনাম, মো. আশরাফ হোসেন লিটন, মো. শাহীনুল ইসলাম, মো. ফারুক মিয়া, মো. মাইদুল ইসলাম খান মামুন, মো. ওবায়দুল হক মিলন, ওবায়দুল হক মুন্সী প্রমূখ।
সভায় আগামী ৯ মার্চ সম্মেলনকে সফল করতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সুনামগঞ্জ পুরতন শিল্পকলার আব্দুল হাই মিলনায়তনে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলিপ কুমার সরকার।
জেলার সকল উপজেলা ও ইউনিয়ন কমিটিকে যতা সময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়।