সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি : প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষায় সবাইকে প্যানেলের মাধ্যমে নিয়োগ দেয়ার দাবিতে মানববন্ধন করেছে প্রাথমিক সহকারি শিক্ষক (২০১৮) প্যানেল বাস্তবায়ন কমিটি সুনামগঞ্জের সদস্যগন।
আজ সোমবার সকাল সাড়ে ১১ টায় শহরের ট্রাফিক পয়েন্টে আয়োজিত মানববন্ধনে প্যানেল বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ সবাইকে প্যানেল এর মাধ্যমে সহকারি শিক্ষক নিয়োগের জন্য প্রাধনমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন প্রাথমিক সহকারি শিক্ষক (২০১৮) প্যানেল বাস্তবায়ন কমিটির সভাপতি আব্দুল আউয়াল, সাধারন সম্পাদক জাকির হোসেন,কার্যকরি কমিটির সদস্য আলমগীর হোসেন কয়েছ আহমদ,অশোক রঞ্জন দাস,এমদাদুল হক, রতন কুমার দাস, আজমল হোসাইনসহ কমিটির নেতৃবৃন্দরা।
মানববন্ধনে বক্তারা বলেন, প্যানেলের মাধ্যমে শিক্ষক নিয়োগ না করায় যোগ্যতা সম্পন্ন শিক্ষক প্রার্থী থাকার পরও মৌখিক পরীক্ষায় অংশগ্রহকারী প্রার্থীরা সরকারি চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন। একারণে তাদের চাকরির বয়সের সময়সীমা পেরিয়ে যাচ্ছে। এতে শিক্ষিত বেকার জনগোষ্ঠীর সৃষ্টি হচ্ছে।
Posted ৪:০৩ অপরাহ্ণ | সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad