সাইফ উল্লাহ, সুনামগঞ্জ থেকে:
হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সদ্য প্রয়াত আন্দোলনের তিন নেতার প্রয়ানে শোক সভার আয়োজন করে হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটি। শুক্রবার দুপুরে শহরের শহীদ জগৎজ্যোতি পাবলিক লাব্রেরীতে হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, জামালগঞ্জ উপজেলা সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আল আজাদ, আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আব্দুল মজিদ কলেজেরে অধ্যক্ষ রবিউল ইসলাম ও দরগাপাশা ইউনিয়ন কমিটির যুগ্ম আহ্বায়ক কবি আশিন আমরিয়ার স্মরণে এ শোক সভা অনুষ্ঠিত হয়।
হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিজন সেনে রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শিলা রায়, রমেন্দ্র কুমার দে মিন্টু। স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক একে কুদরত পাশা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নির্বাহী সদস্য ডাঃ মোরশেদ আলম, ইয়াকুব বখত বহলুল, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহীন চৌধুরী শুভ, সাংগঠনিক সম্পাদক ইমরানুল হক চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জ ইপজেলা সভাপতি জালাল উদ্দিন, জামালগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক অঞ্জন পুরকায়স্থ, দিরাই উপজেলা সদস্য সচিব সামছুল ইসলাম সরদার, সদর উপজেলা সাধারণ সম্পাদক শহীদ নূর আহমেদ, ডাঃ নজরুল ইসলাম, প্রয়াত মুক্তিযোদ্ধার ছে
এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীর, বীর মুক্তিযোদ্ধা মনির উদ্দিন, চন্দন রায়, বাবুল চৌধুরী, মানব চৌধুরী, নৃপেষ তা
প্রয়াত
Posted ১০:৪৭ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad