ছবি- সিলেটের জনপদ
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। এ পরিস্থিতিতে সুনামগঞ্জ জেলাতে ৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। এডিস মশা প্রতিরোধে জেলা আইনজীবী সমতির উদ্যোগে পরিষ্কার অভিযান করা হয়েছে।
আজ রবিবার সকালে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সমিতির ভবনের সামনে থেকে আশপাশের বিভিন্ন এলাকায় ময়লা-আবর্জনার পরিষ্কার করে মশা নিরোধ স্প্রে ছিটানো হয়। এসময় আইনজীবীরা ভবনের আশপাশে জমে থাকা পানি পরিষ্কারসহ এডিস মশা থেকে সচেতন থাকার আহবান জানান।
পরিষ্কার অভিযানে উপস্থিসত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকট চান মিয়া, সাধারণ সম্পাদক শাহারুল উসলামসহ সিনিয়র আইনজীবীবৃন্ধ।
এদিকে সুনামগঞ্জ সদর হাসপাতালের তথ্য মতে, রবিবার পর্যন্ত সুনামগঞ্জে ৮ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে সবাইকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়।
Posted ৪:০৬ অপরাহ্ণ | রবিবার, ০৪ আগস্ট ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad