কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ প্রতিনিধি:
“সোনার বাংলায় মুজিব বর্ষে, সমাজকল্যাণ এগিয়ে চলে” এই স্লোগনকে সামনে রেখে জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে সুনামগঞ্জে র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে শহীদ আবুল হোসেন মিলনায়তনের সামনে থেকে র্যালীটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে র্যালীটি সমাপ্ত করা হয়।
র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সুচিত্রা রায় প্রমুখ।
Posted ১১:২১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad