কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে জমিয়াতুল মুদাররেছীন এর জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় সুনামগঞ্জ ষোলঘর লতিফা কমিউনিটি সেন্টারে সুনামগঞ্জ জেলা জমিয়াতুল মুদাররেছীন এর সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা ডঃ মঈনুল ইসলাম পারভেজের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের উপচার্য ডঃ মুহাম্মদ আহসান উল্লাহ।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতুল মুদাররেছীন এর মহাসচিব অধ্যক্ষ মাওলানা শাব্বির আহমদ মোমতাজী। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতুল মুদাররেছীন এর যুগ্ম মহাসচিব এ কে এম মনোওর আলী, সহকারী সচিব অধ্যক্ষ নোমান আহমদ, সিলেট জেলা জমিয়াতুল মুদাররেছীন এর সাধারণ সম্পাদক অধ্যক্ষ সরোয়ারে জানাহান, সিলেট মহানগর জমিয়াতুল মুদাররেছীন এর সভাপতি আবু সালেহ মঃ কুতবুল আলম, সুনামগঞ্জ দ্বীনি সিনিয়র মডেল ফাযিল (ডিগ্রি) মাদ্রসার সাবেক প্রিন্সিপাল মাওলানা আনোয়ার হোসেন আব্দুল্লাহ, প্রিন্সিপাল মাওলানা আলী নুর, অধ্যক্ষ আবু বকর, নুর উদ্দীন, অধ্যক্ষ আবু নছর মোঃ ইব্রাহীম, সুপার সাদিকুর রহমান, সুপার আব্দুল মান্নান, সুপার ছিদ্দিকুর রহমান, সুপার ফারুক আহমদ, সহকারী শিক্ষক ওলিউর রহমান সহ প্রমূখ।
সভায় বক্তারা বাংলাদেশ সরকারের কাছে দাবী জানিয়ে বলেন মাদ্রাসা শিক্ষকদের জাতীয়করণ, শিক্ষকদের চাকুরী জীবনে ৬০ বৎসরের পরিবর্তে ৬৫ বৎসর করতে হবে। আর সকল মাদ্রসায়, সকল জাতীয় দিবস পালন করতে হবে। বক্তারা সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুমোদন হওয়ায় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।
Posted ১০:০৪ অপরাহ্ণ | বুধবার, ০৮ জানুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad