সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ডোবা ও নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকাল থেকে দুপুরের মধ্যে মর্মান্তিক এসব ঘটনা ঘটে।
নিহতরা হলো উপজেলার পাইকুরাটি ইউনিয়নের নওধার গ্রামের খোকন মিয়ার তিন বছরের শিশু সাব্বির মিয়া। সকালে নিজ বাড়ির সামনে ডোবার পানিতে ডুবে মারা যায়। ১০টার দিকে একই গ্রামের সবুজ মিয়ার সাত বছর বয়সী শিশু ইয়াসিন মিয়া বাড়ির সামনের ডোবায় গোসল করতে গিয়ে মারা যায়। এদিকে ওইদিনই সকালে উপজেলার চামরদানি ইউনিয়নের সোলেমানপুর গ্রামের বাসিন্দা মঞ্জু সরকারের আড়াই বছরের শিশু অভিজিৎ সরকার দুপুরে মনাই নদীর পানিতে পড়ে মারা যায়।
পাইকুরাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফেরদৌসুর রহমান তাঁর ইউনিয়নের নওধার গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেন। এদিকে চামরদানি ইউপি চেয়ারম্যান জাকিরুল আজাদ মান্না তাঁর ইউনিয়নের সোলেমানপুর গ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেন।
Posted ১১:২৫ অপরাহ্ণ | রবিবার, ০১ সেপ্টেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad