সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশায় হাওরে পল্লী বিদ্যুতের ঝুলন্ত তারের সঙ্গে ধাক্কা লেগে নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ হওয়ার প্রায় ১৬ ঘন্টা পর বাবু মিয়া (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে এলাকাবাসী।নিহত বাবু মিয়া ওই ইউনিয়নের দৌলতপুর গ্রামের আজমল আলীর ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার দৌলতপুর গ্রামের আজমর আলীর ছেলে বাবু মিয়াসহ কয়েকজন একটি বড় নৌকা নিয়ে পাশের নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার হরিপুর গ্রামে ধান কিনতে যান। পরে তারা ওই গ্রামের বিভিন্ন কৃষকের বাড়ি থেকে ধান কিনে নৌকা বোঝাই করে ওইদিন বিকেলে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।
পরে সন্ধ্যা ৭টার দিকে নৌকাটি ধারাম হাওরের উলাসখালী নামক স্থান দিয়ে যাওয়ার সময় সেখানে থাকা পল্লী বিদ্যুতের একটি ঝুলন্ত তারের সঙ্গে নৌকাটি ধাক্কা লাগে। এসময় বাবু মিয়া বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পানিতে ছিটকে পড়ে নিখোঁজ হন।রাতে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।পরে শুক্রবার সকালে ওই বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
উপজেলার সুখাইড়-রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান আমানুর রাজা চৌধুরী বলেন, স্থানীয় লোকজনদের নিয়ে ওই নদীতে নৌকা ও জাল ফেলে খোঁজাখুজির প্রায় ১৬ ঘন্টা পর তার লাশ উদ্ধার করা হয়েছে।
Posted ৯:০৬ অপরাহ্ণ | শুক্রবার, ০৩ জুলাই ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad