সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি : ক্রমবর্ধমান নারী নির্যাতন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন পদযাত্রা করেছে বিকশিত নারী নেটওয়ার্ক ও সুজন। শনিবার জামালগঞ্জ উপজেলা পরিষদের সামনের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সুজন জামালগঞ্জ উপজেলা আহ্বায়ক মিসবাহ উদ্দিনের সভাপতিত্বে ও জেলা সধারণ সম্পাদক প্রভাষক ফজলুল করিম সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা সুজনের সভাপতি অ্যাডভোকেট হোসেন তওফিক চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মৌলভী বাজার সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ, জেলা সুজনের উপদেষ্টা সৈয়দ মুহিবুল ইসলাম, জেলা সুজনের সিনিয়র সহসভাপতি আলী হায়দার, সুনামগঞ্জ জেলা পরিষদের মহিলা সদস্য সেলিনা আবেদিন, নারীনেত্রী শেখ আয়শা, আয়শা বেগম, সুফিয়া, শাহীনা, সাজিনা, আম্বিয়া, রাসমিনা, উজ্জীবক তাহমিনা।
এসময় উপস্থিত ছিলেন, জেলা সুজনের সহ সভাপতি আশরাফ হোসেন লিটন, জামালগঞ্জ উপজেলা সুজনের সদস্য সচিব অঞ্জন পুরকায়স্থ, আকবর হোসেন, হাঙ্গার প্রজেক্টের একে কুদরত পাশা ও সাইফ উল্লাহ, ভিডিটির সহ সভাপতি মারজানা ইসলাম শিবনা প্রমূখ।