মঙ্গলবার ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

সুনামগঞ্জের উন্নয়নে আমার চেষ্টা অব্যাহত থাকবে . . . পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:   শনিবার, ১৭ আগস্ট ২০১৯     287 ভিউ
সুনামগঞ্জের উন্নয়নে আমার চেষ্টা অব্যাহত থাকবে . . . পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

সুনামগঞ্জ প্রেসক্লাবের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সুনামগঞ্জ আমার শহর, ঢাকায় গেলেতো এশহরের পরিচয়েই নিজের পরিচয় দেই তাই সুনামগঞ্জর উন্নয়নে আমার  চেষ্টা অব্যাহত  থাকবে। সুনামগঞ্জের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সব দিকেই নজর দিতে হবে। শেখ হাসিনার নির্দেশ উন্নয়ন হবে সবার জন্য। সুনামগঞ্জ প্রেসক্লাবের উন্নয়নে আমি সুনামগঞ্জের স্থানীয় সাংসদ, জেলা পরিষদ চেয়ারম্যান এবং পৌর মেয়রের সহযোগিতায় এবং দিকনির্দেশনায় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো।

শনিবার সুনামগঞ্জ প্রেসক্লাবে প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট শামসুননাহার শাহানা রব্বানীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পীরের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ জেলা পরিষদের  চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত প্রমূখ।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট বলেন, সাংবাদিকরা হচ্ছে জাতির দর্পন। সুনামগঞ্জের সাংবাদিকদের প্রেসক্লাবটির বর্তমান ভবন প্রয়াত পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদের সহযোগিতায় নির্মিত হয়। আমি আমার জেলা পরিষদের তহবিল থেকে সুনামগঞ্জ প্রেসক্লাবের উন্নয়নে দশ লক্ষ টাকা অনুদান ঘোষণা করলাম।
সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ তাঁর বক্তব্যে সুনামগঞ্জ প্রেসক্লাব এবং সুনামগঞ্জ জেলা আইনজীবি সমিতির দৃষ্টিনন্দন ভবন নির্মানের জন্য পরিকল্পনামন্ত্রীর কাছে দাবি জানান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. আশুতোষ দাস, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন্নবী, জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট চান মিয়া, সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম, সহসভাপতি বিজন সেন রায়, আইনুল ইসলাম বাবলু, রওনক আহমদ, দৈনিক হিজল করচের সম্পাদক শাহাব উদ্দিন আফিন্দি, মোহনাটিভির জেলাপ্র তিনিধি কুলেন্দু শেখর তালুকদার, সহ-সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, কোষাধ্যক্ষ সেলিম আহমদ তালুকদার, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শাহাবুদ্দিন আহমদ, পাঠাগার সম্পাদক হিমাদ্রী শেখর ভদ্র, প্রচার ও প্রকাশনা সম্পাদক আল-হেলাল, সদস্য ঝুনু চৌধুরী, মাহতাব উদ্দিন তালুকদার, মাসুম হেলাল, একে কুদরত পাশা, সিরাজুল ইসলাম শ্যামল, জসিম উদ্দিন, আমিনুল ইসলাম,আরটিভি প্রতিনিধি আব্দুস সালাম,

Facebook Comments Box
advertisement

Posted ৮:৫৯ অপরাহ্ণ | শনিবার, ১৭ আগস্ট ২০১৯

Sylheter Janapad |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
সম্পাদক ও প্রকাশক
গোবিন্দ লাল রায় সুমন
প্রধান কার্যালয়
আখরা মার্কেট (২য় তলা) হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
ফোন
+88 01618 320 606
+88 01719 149 849
Email
sjanapad@gmail.com