মোঃ আব্দুর রকিব, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা : সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর ৭ম জাতীয় সম্মেলনে জেলার শায়েস্তাগঞ্জ পৌর শাখার সভাপতি মোঃ আব্দুর রকিব আজীবন সদস্য পদ লাভ করেছেন।
১৫ ফেব্রুয়ারি রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মাল্টিপারপাস হলরুমে আয়োজিত এ সম্মেলনে সুজনের কেন্দ্রীয় সভাপতি ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খানের কাছ থেকে আজীবন সদস্য পদ লাভের সনদ ও সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন তিনি (মোঃ আব্দুর রকিব)।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার আবু হেনা, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান, সিপিডির চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেহমান সোবহান, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ড. রওনক জাহান, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোবায়েত ফেরদৌস প্রমুখ।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের শুভ সূচনা হয়। সারা দেশ থেকে প্রায় এক হাজার প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করেন। উল্লেখ, মোঃ আব্দুর রকিব সুজনের শায়েস্তাগঞ্জ পৌর শাখার সভাপতির দায়িত্ব পালন করে যাচ্ছেন।
Posted ১:৪৮ অপরাহ্ণ | সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad