সুমন আহমেদ বিজয়, লাখাই প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২০ সালকে ‘মুজিব বর্ষ’ হিসেবে ঘোষণা করা হয়। মুজিব বর্ষ উপলক্ষে লাখাই উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজনে সারা দেশের ন্যায় শুক্রবার থেকে শুরু হয়েছে মুজিব বর্ষের ক্ষণগণনা। সারা দেশে একযোগে মুজিব বর্ষ উপলক্ষে বিকালে প্রধান মন্ত্রী শেখ হাসিনা বিডিও প্রদর্শনের মাধ্যমে ক্ষণগণনার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
জাঁকজমকপূর্ণ ক্ষণগণনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও লাখাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আলহাজ্ব মোঃ মুশফিউল আলম আজাদ,ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) সঞ্জিতা কর্মকার,লাখাই থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মুক্তিযোদ্ধা বৃন্দ, লাখাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ,সাবেক সহ সভাপতি ও বুল্লা ইউ পি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোক্তার হোসেন বেনু,যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজ মিয়া,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল,সাংগঠনিক সম্পাদক শফিউল আলম শাকিল, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহী মোঃ ফরহাদ,প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আলী নোয়াজ,লাখাই রিপোটার্স ইউনিটির সভাপতি বাহার উদ্দিন,শাহ একেএম শাদী,উপজেলা ছাত্রলীগের আহবায়ক খাইরুদ্দিন আহমেদ,করাব ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল কদ্দুস,বুল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ আবুল কালাম,মুড়িয়াউক ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান, প্রতিদিনের বাণী লাখাই প্রতিনিধি সাংবাদিক মহসিন সাদেক,হবিগঞ্জের মুখ লাখাই প্রতিনিধি শিক্ষা নবীশ এডভোকেট সুমন আহমেদ বিজয়,সাংবাদিক মহি উদ্দিন আহমেদ রিপন,সাংবাদিক শাহিন মোল্লা,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ,বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী বৃন্দ এবং সুশীল সমাজের একাংশ।
Posted ১২:১৪ পূর্বাহ্ণ | শনিবার, ১১ জানুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad