সাইফ উল্লাহ, সুনামগঞ্জ : সুনামগঞ্জে ৪দফা বন্যায় জেলা সদরের সাথে জামালগঞ্জ উপজেলা সদরের একমাত্র রাস্তাটি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর সাচনাবাজার-সুনামগঞ্জ রাস্তাটি জেলা সদরের সাথে যোগাযোগের একমাত্র রাস্তা হয়ে উঠে। বন্যায় এ রাস্তাটিও যান ও জন চলাচলের অযোগ্য হয়ে পড়ে।
রাস্তাটি সংস্কারের দাবিতে রোববার পলক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফতেহপুর, ভরতপুর ও শেরমস্তপুর গ্রাম উন্নয়ন দলের উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করা হয়।
সাচনাবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আতাউর রহমানের সভাপতিত্বে ও দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের ইউসি সাইফ উল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ সুনামগঞ্জ জেলা শাখার সমন্বয়কারী, সুজন-সুশাসনের জন্য নাগরিক জামালগঞ্জ উপজেলা সভাপতি মিছবাহ উদ্দিন।
বানববন্ধনে বক্তব্য রাখেন, ইউপি সদস্য সমির আলী, গ্রাম উন্নয়ন দলের সভাপতি খালেদা আক্তার, শিতেন্দ্র কুমার, ভিডিটি সদস্য বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম, শিউলী চক্রবর্তী, নারী নেত্রী আম্বিয়া বেগম, কল্পনা আক্তার, দুর্গা রানী, ইয়থ লিডার আবু সাঈদ, রাসমিনা প্রমূ
বক্তারা রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য দায়িত্বপ্রাপ্তদের আহ্বান জানান।
Posted ১:১৭ অপরাহ্ণ | সোমবার, ১৬ নভেম্বর ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad