মো: কাওসার ইকবাল, শ্রীমঙ্গল প্রতিনিধি: ‘যক্ষা রোগ প্রতিরোধে সাংস্কৃতিক কর্মী ও সংগঠকদের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভা আজ ১০ আগস্ট সকাল ১১ টায় শ্রীমঙ্গলের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি নাটাব শ্রীমঙ্গলের আয়োজনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলার মোট ৩০টি সংগঠনের সাংস্কৃতিক কর্মী ও সংগঠকরা উপস্থিত ছিলেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও বিএমএ শ্রীমঙ্গলের সভাপতি ডাঃ হরিপদ রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজ্জাদুর রহমান চৌধুরী ও হীড প্রতিনিধি পঞ্চম কৈরি। যক্ষা রোগ প্রতিরোধ ও নিরাময়ে করণীয় বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরে অতিথিরা যক্ষা রোগ ও এর প্রতিকার বিষয়ে বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরে বলেন, শুধুমাত্র সচেতনতার মাধ্যমেই এই রোগটি নির্মূল করা সম্ভব।
এক্ষেত্রে সাংস্কৃতিক কর্মী ও সংগঠকরা তাদের পেশাগত দ্বায়িত্বের পাশাপাশি যক্ষ্মা নির্মূলে ভূমিকা রাখতে পারেন। উপস্থিত ছিলেন সারগাম শ্রীমঙ্গলের অধ্যক্ষ বুলবুল আনাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুশীল শীলসহ অন্যান্য নেতৃবৃন্দ ও নাটাব কেন্দ্রীয় প্রতিনিধি সুমন চৌধুরী প্রমূখ। সভাটি পরিচালনা করেন নাটাব শ্রীমঙ্গল শাখার কোষাধ্যক্ষ মোঃ কাওছার ইকবাল।
সভায় প্রশ্ন উত্তর পর্বে যক্ষা রোগ প্রতিকার ও প্রতিরোধে করণীয় বিষয়ে উপস্থিত সাংস্কৃতিক কর্মী ও নেতৃবৃন্দরা সম্যক ধারণা লাভ করেন। পাশাপাশি যক্ষা রোগ প্রতিরোধে নাটাব ও স্বাস্থ্য কর্মীদের সাথে সমন্বয় করে ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।
Posted ৭:২৯ অপরাহ্ণ | সোমবার, ১০ আগস্ট ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad