আশিক মিয়া, দোয়রাবাজার : সুনামগঞ্জের-৫ আসনের সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মাষ্টারের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
শোকসভা আয়োজক কমিটির সভাপতি এডভোকেট আব্দুল মানিকের সভাপতিত্বে ও সাবেক ছাত্র আব্দুল হান্নানের পরিচালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন,সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, দোয়রাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ আব্দুর রহিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল খালেক, সুরমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাষ্টার শাহজাহান, প্রাক্তন ছাত্র ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শামসুল ইসলাম, প্রফেসর শমসের মবিন, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট চাঁন মিয়া, জেলা পরিষদ সদস্য এডভোকেট আব্দুল আজাদ রুমান, পান্ডারগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, বোগলাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহমদ আলী আপন, লক্ষীপুর ইউপি চেয়ারম্যান আমিরুল হক, বাংালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী রানা, মুক্তিযোদ্ধা আব্দুস ছোবান, এডভোকেট ছায়াদুর রহমান তালুকদার সায়াদ, এডভোকেট কামরুজ্জামন, এডভোকেট শাহ আলম তুলিপ, সাবেক সংসদ সদস্য আব্দুল মজিদ মাষ্টারের পুত্র এডভোকেট নাজমুল হুদা হিমেল, এডভোকেট আব্দুল করিম, এডভোকেট আনোয়ার হোসেন, এডভোকেট শাহজাহান, সুপ্রিম কোটের এডভোকেট মেহেদী হাসান সজল, নবারুণ স্কুল এন্ড কলেজের অধ্যাক্ষ আবু ইউসুফ, আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়সল আহমদ, মিতালি পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিত তালুকদার, নজির প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন, আয়োজক কমিটির সদস্যসচিব মো. ছালিক মিয়া। এসময় উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা রফিক উদ্দিন, আওয়ামীলীগ নেতা গোল আহমদ, গুরুদাস দে, বরুণ চন্দ্র দাস, মিজানুর রহমান কালা মিয়া, রিঙ্কু কুমার দে, ইকবাল হোসেন বুলু।
সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেন,‘আব্দুল মজিদ মাষ্টার ছিলেন দোয়ারাবাজারের প্রেরণার বাতিঘর। তিনি পিছিয়ে পড়া দোয়ারাবাজারকে শিক্ষা ক্ষেত্রে এগিয়ে নিয়েছিলেন। তার সারাজীবন মানুষের কল্যানে ব্যায় করে গেছেন। তিনি রাস্তা,ঘাট, শিক্ষা ও স্বাস্থ্য এর জন্য কাজ করে গেছেন।
উল্লেখ্য, অ্যাডভোকেট আব্দুল মজিদ মাষ্টার ১৯৯১ সালে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য, জেলা জাতীয় পার্টির সভাপতি, জেলা আইনজীবী সমিতির সভাপতি, সুনামগঞ্জ জজ কোর্টের পিপি, দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ছিলেন।
Posted ১০:৩৮ অপরাহ্ণ | সোমবার, ০২ মার্চ ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad