কাজী জমিরুল ইসলাম মমতাজ, দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি :
দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক সিলেটের ডাক ও দৈনিক আমাদের সময় পত্রিকার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রতিনিধি এবং অনলাইন পোর্টাল এমএনবিডি২৪.কম এর নির্বাহী সম্পাদক মো: নুরুল হকের পিতার ১ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে উপজেলার দরগাপাশা ইউনিয়নের নিজ গ্রাম বাগেরকোনা (লালপুরে) বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়। ৩ জানুয়ারি শুক্রবার শাহজালাল জামে মসজিদ লালপুর, মৌগাঁও বাগেরকোনা জামে মসজিদ ও সলফ জামে মসজিদে দোয়া মিলাদ মাহফিল এবং শিরনী বিতরণ করা হয়েছে। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও দোয়া কামনা করেছেন সাংবাদিক মো: নুরুল হক ও পরিবারবর্গ।
উল্লেখ্য যে, বিগত ২০১৯ সালের ৩রা জানুয়ারী মো: নুরুল হকের পিতা মো: আফরোজ মিয়া দূরারোগ্য রোগে আক্রান্ত হয়ে সিলেট রাগীব রাবেয়া হাসপাতালে ইন্তেকাল করেন।
Posted ১১:০১ অপরাহ্ণ | শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad