মো:সাজন আহমেদ রানা, শ্রীমঙ্গল প্রতিনিধি:- শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় শহরের কলেজ রোডস্থ স্টার কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেনের সঞ্চালনায় ও এ.এস.এম ইয়াহিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় স্বাগত বক্তব্য রাখেন- শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মো. কামাল হোসেন।
সভায় উপস্থিত শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন- ভেজাল ও নিম্নমানের জিনিসপত্র বিক্রয় ও বিপণন দন্ডিত অপরাধ। এতে ব্যবসায়ী সমিতির সুনাম ক্ষুণ্ণ হয়। তাই এর থেকে বিরত থাকতে সকল ব্যবসায়ীদের অনুরোধ করেন তারা।
সাধারণ সভায় শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির ২০১৯-২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়। সভায় শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির ২০১৯-২০ এর কার্যকরী কমিটির সকল সদস্য এবং সর্বস্থরের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ১:০০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad