“গাছ লাগাই পরিবেশ বাঁচাই” শ্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপন অভিযান ও ‘আমরা মানবতার সেবায় দৃঢ় প্রত্যয়ী’ শ্লোগান নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন।
গতকাল সকালে শ্রীমঙ্গল সরকারি কলেজের উদ্যোগে ও কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ব্লাড ডোনেটর গ্রুপ ‘স্পর্শ’ এর পরিচালনায় বৃক্ষরোপন অভিযান ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ।
কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মাহমুদা কবির এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মহসিন, বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো. শমশের আলী ও প্রভাষক জনাব শ্রী চয়ন চক্রবর্তী, অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব সুব্রত সাহা।
Posted ১২:৩৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad