শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক বিয়ের বৌভাত অনুষ্ঠানে উপহার হিসাবে দেয়া হয়েছে বক্স ভলা পেঁয়াজ । শনিবার ৩০ নভেম্বর শ্রীমঙ্গল সাদিমহল কমিউনিটি সেন্টারে অনুষ্টিত হয় মতিগঞ্জের মরহুম বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন আহমেদ (ফুল মিয়া) এর ছেলে প্রবাসী মো. আলমগীর হোসেইন এর বৌভাত অনুষ্ঠান। অনুষ্ঠানে উপহার হিসাবে এক বক্স পেঁয়াজ নিয়ে উপস্থিত হন মাসিক শব্দচর সম্পাদক কবি আবদুল হাই ইদ্রিছী। এ নিয়ে শুরু হয় অনুষ্ঠানস্থলে আসা অতিথিদের মধ্যে নানা কৌতুহল।
এ বিষয়ে কবি আবদুল হাই ইদ্রিছীর কাছে জানতে চাইলে তিনি বলেন, সম্প্রতি দেশে যে ভাবে পেঁয়াজের দাম বাড়ছে তাতে পেঁয়াজ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। হাট-বাজারে এখন মানুষকে একশ গ্রাম পেঁয়াজ কিনতে দেখা যায়। পেঁয়াজের ঝাঁঝে মানুষ এখন কাঁদছে তাই এসময়ের সব চেয়ে দামী জিনিষ হিসাবে পেঁয়াজকে বিয়ের উপহার নির্বাচন করেছি।
Posted ১০:৪৮ অপরাহ্ণ | শনিবার, ৩০ নভেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad