মো:সাজন আহমেদ রানা, শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুর্গা পূজা উপলক্ষে অনগ্রসর চা শ্রমিকদের সন্তান ও হরিজন সম্প্রদায়ের শিশুদের হাতে নতুন পোশাক তুলে দিয়েছে উদ্দীপ্ত তারুণ্য নামে একটি সংগঠন।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে শহরের কলেজ সড়ক এলাকার হরিজন পাড়ায় এসব পোশাক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন হেলথ লাইন ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ডা. নাজেম আল কোরেশী, ফিনলে চা কোম্পানির চিকিৎসক ডা. পুষ্পিতা খাস্তগীর, মহিলা ভাগবত সংঘের সভাপতি ষষ্ঠী বাণী দাশ, সাংবাদিক এসকে দাশ সুমন, সাংবাদিক শফিকুল ইসলাম, উদ্দিপ্ত তারুণ্যের এডমিন মিথিলা পাল।
এর আগে এই সংগঠনের উদ্যোগে রোববার উপজেলার ক্লোনেল চা বাগানে শতাধিক শিশুর হাতে নতুন জামা তুলে দেয়া হয়। সেখানে নতুন কাপড় বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অভিনা আচায্য, এসকেডি আমার বাড়ি রিসোর্ট সত্ত্বাধিকারী সজল কুমার দাস, ন্যাশনাল ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক বনমালী রায়, মৌলভীবাজার জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শেখ নোমান, সাংবাদিক এস কে দাস সুমন, ক্লোনেল চা বাগানের সহকারী ব্যবস্থাপক রনি ভৌমিক প্রমুখ।
Posted ১২:৫০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০১ অক্টোবর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad