শ্রীমঙ্গল প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পূজা। এই পূজায় তিন দিনের সরকারি ছুটির দাবি জানিয়ে শ্রীমঙ্গলেরর সকল সনাতনী সংঘটনের পক্ষ থেকে মানববন্ধন ও পদযাত্রা শেষে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম এর নিকট মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়।
রবিবার (১৮ অক্টোবর) সকাল ১১ টায় শ্রীমঙ্গল জগন্নাথ দেবের আখড়া থেকে পদযাত্রা করে শহরের চৌমুহনায় মানববন্ধন অনুষ্টিত হয়। মানববন্ধনে বক্তারা প্রধানমন্ত্রীর নিকট দাবি জানিয়ে বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজায় হিন্দু সম্প্রদায়ের সদস্যরা পরিবার পরিজনের সঙ্গে মিলিত হন। কিন্তু দুঃখের বিষয়, দুর্গা পূজায় ৫ দিনের ধর্মীয় আনুষ্ঠানিকতা থাকলেও সরকারিভাবে মাত্র এক দিনের ছুটি থাকে, সেটাও বিজয়া দশমীর দিন। যার ফলে কারো পক্ষেই পরিবার পরিজনের সাথে ধর্মীয় কার্যক্রমে অংশগ্রহণ করার সুযোগ থাকে না।ফলে পূজার দিনগুলো মা-বাবা, সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যদের মানসিক কষ্টের মধ্যেই কাটাতে হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাহী আদেশে ৩ দিনের ছুটি ঘোষণা করে হিন্দু সম্প্রদায়ের এই দাবি পূরনে প্রয়োজনী ব্যবস্থা গ্রহনের দাবী জানানো হয় মানববন্ধনে।
মানব বন্ধন শেষে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম এর নিকট শ্রীমঙ্গলের বিভিন্ন সংঘটনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।