মো:সাজন আহমেদ রানা, শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আলফু মিয়া (৩৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যার দিকে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহত আলফু মিয়া উপজেলার ভূনবীর ইউনিয়নের আঐ গ্রামের আশিক মিয়ার ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, বুধবার সারাদিন আলফু মিয়ার কোনো সাড়া না পেয়ে সন্ধ্যার দিকে ঘরের দরজা ভেঙে স্থানীয়রা আলফু মিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সোহেল রানা বলেন, লাশ থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
Posted ৯:৪১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad