শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পুলিশ সদস্য ও স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরো ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজন শ্রীমঙ্গল থানার কনস্টেবল ও একজন স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী। এই আটজন নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭৫ জন। এর মধ্যে ৫৫ জন সুস্থ হয়েছেন। আর মারা গেছেন ৩ জন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হেসেন চৌধুরী বিষয় টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত শুক্রবার রাতে ঢাকা ল্যাব থেকে এই ৮ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। গত ৭ ও ৮ জুলাই তাদের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল।
Posted ৮:১৫ অপরাহ্ণ | শনিবার, ১১ জুলাই ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad