মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনাভাইরাসে আক্রান্ত আরো দুই ব্যাক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত শ্রীমঙ্গলসহ দেশের বিভিন্ন স্থানে শ্রীমঙ্গলের ৮ জন বাসিন্দা মৃত্যুবরণ করলেন। গতকাল মৃতদের মধ্যে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের সবুজবাগ আবাসিক এলাকার কাঞ্চন চক্রবর্তী (৬৭) ও দেবেশ রঞ্জন দত্ত (৬৬)। এরা দুইজনই গতকাল শুক্রবার রাতে সিলেট নর্থইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, করোনার উপসর্গ থাকায় মৃত দেবেশ রঞ্জন দত্ত’র নমুনা গত ৩ জুলাই সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয়েছিল। রির্পোট পজেটিভ আসে। আর কাঞ্চন চক্রবর্তীর সিলেটে নমুনা পরিক্ষার করিয়েছিলেন। উনারও রির্পোট পজেটিভ। তারা দুইজনই সিলেটের নর্থইষ্ট মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন। তিনি জানান, আজ পর্যন্ত শ্রীমঙ্গলে ১৩০ জন করোনা রোগী সনাক্ত হয়েছেন। এর মধ্য সুস্থ্য হয়েছেন ১০৭ জন।
Posted ১০:২৬ অপরাহ্ণ | শনিবার, ১৫ আগস্ট ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad