শ্রীমঙ্গল প্রতিনিধি: শ্রীমঙ্গল উপজেলায় আরও ৫ জনের শরীরে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সোমবার (২২ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গলের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী
আক্রান্তদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী । এর মধ্যে সবুজবাগ আবাসিক এলাকার ৩২ বছর বয়সের ১ জন, পূর্বাশা আবাসিক এলাকার ৪৯ বছর বয়সের ১ জন, শাপলাবাগ আবাসিক এলাকার ৪২ বছর বয়সের ১ জন, শ্রীমঙ্গল র্যাব-৯ ক্যাম্পের ৩৮ বছর বয়সের ১ জন এবং সিন্দুরখাঁন রোডের ৪৫ বছর বয়সের ১ জন নারী ।
শ্রীমঙ্গলের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, আক্রান্তদের নমুনা গত ১৬ জুন ও ২০ জুন ঢাকা ও সিলেটের পিসিআর ল্যাবে পাঠানো হয় ৷ যার মধ্যে আজ পাঁচজনের পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। এ নিয়ে শ্রীমঙ্গলে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৭ জনে। এর মধ্যে ২৪ জন সুস্থ হয়েছেন। আর ২ জন মৃত্যুবরণ করেছেন।
Posted ৯:০৩ অপরাহ্ণ | সোমবার, ২২ জুন ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad