মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলার সরকারি কর্মকর্তা, সেবাগ্রহীতা, জনপ্রতিনিধি, ও স্থানীয় গণ্যমান্যব্যক্তিদের সাথে মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিনের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ কনফারেন্স রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান রনধীর কুমার দেব, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, নারী ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা সহকারী কমিশনার (ভুমি), শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রমুখ।
সভায় শ্রীমঙ্গলের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন, এবং প্রশাসনের কর্মকর্তারা এসব বিষয়ে সমস্যা দুরিকরনের আশ্বাস দেন।
Posted ১১:৩৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad