ছবি- সিলেটের জনপদ
“শিক্ষাই হউক আশার আলো, দূরহোক সকল কালো” এই শ্লোগানকে সামনে রেখেই ৪নং সিন্দুরখাঁন ইউনিয়নের লাংলিয়াছড়া এলাকায় সেতুবন্ধন ইন্টারন্যাশনাল হোয়াটস্অ্যাপ গ্রুপের সার্বিক অর্থায়নে লাংলিয়াছড়া সেতুবন্ধন প্রাথমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন হলো।
রবিবার (১৮ এপ্রিল) ৪নং সিন্দুরখাঁন ইউনিয়নের লাংলিয়াছড়া এলাকায় সেতুবন্ধন ইন্টারন্যাশনাল হোয়াটস্অ্যাপ গ্রুপের সার্বিক অর্থায়নে লাংলিয়াছড়া সেতুবন্ধন প্রাথমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন করেন সেতুবন্ধন ইন্টারন্যাশনাল হোয়াটস্অ্যাপ গ্রুপের প্রতিষ্ঠাতা রেফুল মিয়া। উক্ত উদ্বোধনি অনুষ্ঠান শেষে বিশিষ্ট ব্যবসায়ী এ কে এম মাহবুবুল হক এর সভাপতিত্বে ও হোয়াটস্অ্যাপ গ্রুপের সদস্য জালালুদ্দিনের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন সেতুবন্ধন ইন্টারন্যাশনাল হোয়াটস্অ্যাপ গ্রুপের প্রতিষ্ঠাতা রেফুল মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মসিউর রহমান রিপন, সেতুবন্ধন ইন্টারন্যাশনাল হোয়াটস্অ্যাপ গ্রুপের এডমিন মো: আনোয়ার মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম সেতুবন্ধন ইন্টারন্যাশনাল হোয়াটস্অ্যাপ গ্রুপের সদস্য নানু মিয়া সাংবাদিক কে এস এম আরিফুল ইসলাম, সাংবাদিক আল ইবরাহিম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উল্লেখ যে, ৪নং সিন্দুরখাঁন ইউনিয়নের লাংলিয়াছড়া সেতুবন্ধন প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন একটি টিনসেইডের ঘর, একটি টিউবওয়েলসহ যাবতীয় প্রয়োজনীয় আসবাবপত্র দান করার প্রতিশ্রুতি দেন আলোচকবৃন্দ।
Posted ১১:৪৬ পূর্বাহ্ণ | সোমবার, ১৯ আগস্ট ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad