মখলিছ মিয়া, বানিয়াচং: শ্রদ্ধা ভালবাসায় একজন আলোকিত মানুষ সৈয়দ আহমদুল হককে চির বিদায় জানালো হবিগঞ্জবাসী । হবিগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান সৈয়দ আহমদুল হকের জানাজা শুক্রবার (১৩মার্চ) বিকাল ৩টায় পইল নতুন বাজার মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিত্বসহ দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো মানুষ জানাযায় অংশ গ্রহণ করেন।
জানাজার পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির, এডভোকেট মোঃ আব্দুল মজিদ এমপি, শাহ নোওয়াজ মিলাদ গাজী এমপি, সাবেক বিচারপতি সৈয়দ গোলাম দস্তগীর, হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লা, লাখাই উপজেলা চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, বাহুবল উপজেলা চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল আউয়াল, শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, সাবেক পিপি আকবর হোসেন জিতু, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হোসন জীবন সাবেক পৌর মেয়ার আলহাজ জি কে গউছ, রিচি ইউপি চেয়রাম্যান মিয়া মোঃ ইলিয়াস প্রমুখ।
বক্তাগণ বিভিন্ন স্মৃতিচারণ করেন বলেন, হবিগঞ্জ জেলাবাসীর জন্য একটি অপুরনীয় ক্ষতি হয়ে গেল। একজন সৎ এবং ন্যায়নিষ্টাবান মানুষকে হারালো, যা কখনো পুরণ হবার নয়। আলোচনায় এডভোকেট মোঃ আবু জাহির এমপি উপস্থিত মুসল্লীদের মতামতের ভিত্তিতে শায়েস্থানগর থেকে মশাজান পর্যন্ত সড়ককে সৈয়দ আহমদুল হক সড়ক নামকরণের ঘোষণা দেন।
উল্লেখ্য, হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক (পইলের সাব) শুক্রবার (১৩মার্চ) বার্ধক্যজনিত কারণে রাত ১টা ৩০ মিনিটে সদর উপজেলার পইল ইউনিয়নের পেইল গ্রামে তার নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। (ই্ন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২পুত্র ১ কন্যাসহ অস্ংখ্য স্বজন ও গুনগাহী রেখে গেছেন।
Posted ১০:১৮ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ মার্চ ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad