ছাতক পাথর ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষানুরাগী প্রয়াত হাজী হেলাল উদ্দিন স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল রোববার বিকেলে শহরের পাথর ব্যবসায়ী সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব জয়নাল মিয়া চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবুল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক পৌরসভার প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু। বক্তব্য রাখেন, সমিতির সাবেক সভাপতি হাজী ইছহাক আলী, ইসলামপুর ইউপির সাবেক চেয়ারম্যান লায়েক মিয়া, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন, সমিতির উপদেষ্ঠা হাজী নূরু মিয়া তালুকদার, সমিতির সহ সভাপতি আলহাজ্ব সালেহ আহমদ, ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সাধারন সম্পাদক সামছু মিয়া, ব্যবসায়ী হাজী আসিদ আলী, আবু হুরায়রা ছুরত, আব্দুল হাই আজাদ, মরহুমের পুত্র হাজী সাইফুল্লাহ, সমিতির প্রবীন সদস্য ওসমান আলী, ছাতক বাজার একতা বালু উত্তোলন ও সরবরাহকারী ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুস ছাত্তার প্রমুখ। সভায় বক্তারা বলেন মরহুম হাজী হেলাল উদ্দিন ছিলেন একজন সৎ ব্যবসায়ী ও দানশীল ব্যক্তিত্ব। সততার সাথে ব্যবসা করার এক পথ প্রদর্শক ছিলেন তিনি। সভায় পৌর কাউন্সিলর দিলোয়ার হোসেন, ধন মিয়া, নওশাদ মিয়া, আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান, সমিতির সহ সাধারন সম্পাদক ছালেক মিয়া, প্রচার সম্পাদক আরিছ উদ্দিন, দপ্তর সম্পাদক হাজী বাবুল মিয়া, কার্যকরী সদস্য হাজী সুজন মিয়া, সমশের আলী, তাহের আলম, আক্তার হোসেনসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে মিলাদ পাঠ করেন মাওলানা আলী আজগর খান ও দোয়া পাঠ করেন মাওলানা রফিকুল ইসলাম। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্বারী আলী নূর।
Posted ৭:৩৮ অপরাহ্ণ | রবিবার, ০৪ আগস্ট ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad