বুধবার ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শেখ হাসিনা সরল পথে বিশ্বাস করে: গোয়াইনঘাটে পরিকল্পনা মন্ত্রী

শনিবার, ২৫ জানুয়ারি ২০২০     145 ভিউ
শেখ হাসিনা সরল পথে বিশ্বাস করে: গোয়াইনঘাটে পরিকল্পনা মন্ত্রী
কে,এ,রাহাত, গোয়াইনঘাট: বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, শিক্ষাক্ষেত্রে আমরা এখন আর পিছিয়ে পড়া জাতি নয়। শেখ হাসিনার আমলে দেশের শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে। বিগত ১২ বছরের একটানা উন্নয়নের পরেও আমাদের মাঝে কিছু লোক আছে তারা মানতে চায় না।
এম এ মান্নান আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা সারা দেশের অঞ্চলের খবর নেন। দেশের জনগণের প্রতিটা টাকার হিসাব তাকে দিতে হয়। শেখ হাসিনা সরল পথে বিশ্বাস করে। তার বিচক্ষণ নেতৃত্বে আমরা বড় বড় প্রজেক্ট হাত দিয়েছি। তাই আসুন তার সাথে হাত মিলিয়ে দেশের উন্নয়নে অংশীদার হই।তিনি শনিবার গোয়াইনঘাট সরকারি কলেজের রজতজয়ন্তী ও পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ইমরান আহমদ’র সভাপতিত্বে ও গোয়াইনঘাট সরকারি কলেজের সহযোগী অধ্যাপক দিলরুবা বেগমের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার, মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েছ,  শামীমা আক্তার খানম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব সেলিম রেজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. নাসরিন আহমদ, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ, উপজেলা নির্বাহী সম্পাদক, মো. নাজমুস সাকিব, সিনিয়র এএসপি নজরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইব্রাহীম, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি, ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক। ২৫ জানুয়ারী শনিবার সকাল ১১ টায় শুভ উদ্বোধনের মাধ্যমে গোয়াইনঘাট সরকারি কলেজের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তী ও পুনর্মিলী’র উদ্বোধনের মাধ্যমে শুভ সুচনা করেন অতিথি বৃন্দ ।
Facebook Comments Box
advertisement

Posted ২:২৪ অপরাহ্ণ | শনিবার, ২৫ জানুয়ারি ২০২০

Sylheter Janapad |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সম্পাদক ও প্রকাশক
গোবিন্দ লাল রায় সুমন
প্রধান কার্যালয়
আখরা মার্কেট (২য় তলা) হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
ফোন
+88 01618 320 606
+88 01719 149 849
Email
sjanapad@gmail.com