মো: আব্দুর রকিব । শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) :
আমাদের দেশে এসময়ে শীতের তীব্রতা ক্রমশ বৃদ্ধি পায়, প্রকৃতির এ ধারায় সারা দেশের ন্যায় হবিগঞ্জের সর্বত্র চলছে মৃদু শৈত্যপ্রবাহ। গত দুইদিন থেকে মৃদু শৈত্যপ্রবাহের প্রভাবে শীত জেঁকে বসেছে এলাকায়।
জেলার চুনারুঘাট, নবীগঞ্জ, বাহুবল, শায়েস্তাগঞ্জ ও মাধবপুর উপজেলার বিশাল অংশজুড়ে রয়েছে পাহাড়ি এলাকা। আর এ শীতের তীব্রতা উল্লেখ যোগ্য পরিমাণে অনুভূত হয় ঘনবন বেষ্টিত লোকালয়ে। শায়েস্তাগঞ্জ উপজেলার লোকজনও শৈত্যপ্রবাহের কবলে পড়ে শীতে কাঁপছে।
সিলেট বিভাগের মধ্যে শ্রীমঙ্গল এলাকায় শীতের তীব্রতা এমনিতেই অত্যাধিক থাকে। এতে করে শায়েস্তাগঞ্জ উপজেলা শ্রীমঙ্গলের পার্শ্ববর্তী হওয়ার কারণে এমন হীমের প্রভাব এখানেও কম নয়।
হবিগঞ্জ জেলার উল্লেখিত পাহাড়ি এলাকায় বসবাসরত চা শ্রমিকসহ নিম্ন আয়ের মানুষেরা মানবেতর জীবন যাপন করছে। তীব্র শীতের উৎপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে তাদের স্বাভাবিক জীবন। এদিকে শৈত্যপ্রবাহে দুর্ভোগে পড়েছেন স্কুল কলেজগামী শিক্ষার্থীসহ শ্রমজীবী মানুষজন। এ কনকনে শীতে সবচেয়ে বিপাকে পড়েছেন শিশু ও বৃদ্ধরা। যার ফলে ঠান্ডাজনিত রোগ বালাই সহজেই কাবু করতে পারে তাদের।
অন্যদিকে, এ শৈত্যপ্রবাহ খুশির বার্তা নিয়ে এসেছে শীতবস্ত্র ব্যবসায়ীর জন্য। ঠান্ডার তীব্রতা বাড়তে থাকায় শীতবস্ত্রের দোকানগুলোতে বেড়েছে কেনাকাটা । শায়েস্তাগঞ্জের শীত নিবারণের কাপড়ের মার্কেট গুলোতে সকাল থেকে মধ্য রাত পর্যন্ত ভিড় জমাচ্ছেন ক্রেতারা। নতুন শীতবস্ত্র বিক্রির দোকানের পাশাপাশি ফুটপাথের পুরাতন শীতবস্ত্র বিক্রির দোকানেও ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। সবাই যার যার সাধ্যমত নতুন পুরাতন শীতবস্ত্র ক্রয় করছেন।
এদিকে আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া তথ্যে জানা গেছে, সারাদেশে চলমান এ শৈত্যপ্রবাহ আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।