কাজী জমিরুল ইসলাম মমতাজ, দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি :
জেলার দক্ষিণ সুনামগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি। রবিবার (৫ জানুয়ারি) সন্ধা ৬ টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শান্তিগঞ্জ বাজারস্থ পরিকল্পনামন্ত্রীর হিজলবাড়ীস্থ মুন্সী আরফান আলী বৈঠক খানায় হতদরিদ্র, বিধবা ও দিনমুজর লোকজনদের মাঝে কম্বল বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুর হোসেন, শিমুলবাক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, জেলা পরিষদ সদস্য মো. জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান মো. নুরুল হক, জয়কলস ইউপি চেয়ারম্যান মো. মাসুদ মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলে রাব্বী স্বরন, উপজেলা কৃষকলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুলগণী ভান্ডারী, কৃষকলীগ নেতা ফরিদ মিয়া প্রমুখ।
Posted ৮:২৪ অপরাহ্ণ | রবিবার, ০৫ জানুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad