মোঃ আব্দুর রকিব, হবিগঞ্জ থেকে : শায়েস্তাগঞ্জ রেলস্টেশন ও দাউদনগর বাজার পরিদর্শন করে নির্দেশনা দিয়েছেন হবিগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। বুধবার (২২ জানুয়ারি ) বেলা ১২ টায় তিনি আকষ্মিক রেলস্টেশন ও দাউদনগর বাজার পরিদর্শনে করেন।
জানা গেছে, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, শায়েস্তাগঞ্জ রেলস্টেশন পরিদর্শনকালে পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া, সিলেট-ঢাকা, সিলেট-চট্টগ্রাম রেলপথে চলাচলরত সকল আন্তঃনগর ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধি করার দাবী জানান।
এতে জেলা প্রশাসক তাৎক্ষনিক রেল সচিবের সাথে আলোচনা করলে, রেল সচিব টিকেট সংখ্যা বৃদ্ধির আশ্বাস দিয়েছেন। পৌরমেয়র মোঃ ছালেক মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
এর পরই শায়েস্তাগঞ্জস্থ দাউদনগর বাজার পরিদর্শনে যান জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। তিনি বাজার পরিদর্শন করার সময় বাজারের দোকানগুলোতে পণ্যমূল্য তালিকা টানানো না থাকায় অসন্তোষ প্রকাশ করেন। পরে আজ বৃহস্পতিবার থেকে সকল দোকানে পণ্যের মূল্য তালিকা টানানোর নির্দেশ দেন। অন্যথায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ব্যবস্থা গ্রহণের নির্দেশও দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তারকে।
জেলা প্রশাসকের এ আকষ্মিক পরিদর্শনকালে শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া, শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Posted ১১:৫৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad