মোঃ আব্দুর রকিব, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) : আগামী ২৮ ডিসেম্বর হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রথমবার ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই ভোটারদের মাঝে বেশ উচ্ছ্বাস দেখা যাচ্ছে। যেহেতু পৌরসভায় অনেক প্রবীণ ভোটার রয়েছেন সে জন্য ইভিএমে কিভাবে ভোট দিতে হবে হাতে কলমে শিখাতে নির্বাচন কমিশন উদ্যোগ নিয়েছে মক ভোটিংয়ের।
শনিবার (২৬ ডিসেম্বর) ইভিএম এর মক ভোটিং শুরু হয়েছে পৌরসভার ৯ টি সেন্টারে। সকাল ১০ টা থেকে শুরু হওয়া মক ভোটিং বিকাল ৪ টা পর্যন্ত চলবে। ইভিএমে ভোট প্রদানে মানুষের ভীতি থাকলেও মক ভোটিং এ সাধারন মানুষজন অংশ নিতে ভোট কেন্দ্রে যাচ্ছেন।
সরেজমিনে দেখা গেছে অনেক প্রবীণ ভোটারও এতে স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশ নিচ্ছেন।
সিরাজ মিয়া নামে এক ভোটার জানান ইভিএমএ ভোট দেয়া এত সহজ আগে জানতাম না আজকে পরিক্ষামুলক ভোট দিয়ে বুঝতে পারলাম।
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, পুরোদমে আমাদের নির্বাচনের প্রস্তুতি চলছে। আগামীকাল আমরা প্রতিটি সেন্টারে মালামাল বুঝিয়ে দিব। আমি আশাবাদী একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ ব্যাপারে হবিগঞ্জ জেলা রিটার্নিং অফিসার মোঃ সাদেকুল ইসলাম জানান, মক ভোটিং এ ভোটাররা বেশ আগ্রহের সহিত অংশ নিচ্ছেন, এতে করে ভোটাররা কিভাবে মেশিনে ভোট দিতে হয় আয়ত্ত করতে পারছেন।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মিনহাজুল ইসলাম জানান, আমি এ পর্যন্ত ৬ টি কেন্দ্র পর্যবেক্ষণ করেছি, মক ভোটিং এ মানুষের অংশগ্রহণ এ আমি বেশ আশাবাদী। আমরা একটি সুষ্ট অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চাই।
Posted ১০:১৪ অপরাহ্ণ | শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad