মোঃ আব্দুর রকিব, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী সারোয়ার আলম শাকিল। এখন আওয়ামী লীগের ৪ বিদ্রোহী ও বিএনপিসহ মোট ৬ জন মেয়র প্রার্থী নির্বাচনী মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ মনিরুজ্জামানের কাছে প্রার্থীতা প্রত্যাহার করেন শাকিল।
জানা যায়, শুধু সারোয়ার আলম শাকিলই প্রার্থীতা প্রত্যাহার করেছেন। ২৮ ডিসেম্বর নির্বাচনে মেয়র পদে মাঠে রয়েছেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র মোঃ মাসুদউজ্জামান মাসুক, বিএনপি মনোনীত একক প্রার্থী সাবেক মেয়র এম এফ আহমেদ অলি, স্বতন্ত্র প্রার্থী শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র মোঃ ছালেক মিয়া, স্বতন্ত্র প্রার্থী শায়েস্তাগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ফজল উদ্দিন তালুকদার, স্বতন্ত্র প্রার্থী শায়েস্তাগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আওয়ামী লীগ নেতা আবুল কাশেম শিবলু ও স্বতন্ত্র প্রার্থী শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমদাদুল ইসলাম শীতল।
এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ মনিরুজ্জামান জানান, মেয়র পদে ৮ জন মনোনয়ন পত্র জমা দিলেও ত্রুটি থাকায় একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে আরেজন প্রার্থীতা প্রত্যাহার করেছেন। এখন মেয়র পদে ছয় জন রইলেন। সাধারণ কাউন্সিলর পদে এখন মাঠে রয়েছেন ৩৫ জন ও সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর পদে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতায় রইলেন।
Posted ৯:৪৫ অপরাহ্ণ | শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad