মোঃ আব্দুর রকিব, হবিগঞ্জ : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার পুলিশ সদস্যকে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে পাঠানো সেম্পুলের রিপোর্ট নেগেটিভ এসেছে। গতকাল বৃহস্পতিবার বিকালে ঢাকা থেকে পাঠানো রিপোর্টে এ বিষয়টি নিশ্চিত হয়েছে।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, শায়েস্তাগঞ্জ থানার পুলিশ সদস্য সোহাগ হঠাৎ শ্বাসকষ্ট অণুভব করলে গত বুধবার বিকেলে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। করোনাভাইরাস সন্দেহে তাকে ভর্তি করা হয়েছিল । গতকাল বৃহস্পতিবার বিকালে পুলিশ সদস্য সোহাগের করোনা টেস্টের রিপোর্টে নেগেটিভ ফলাফল পাওয়া গেছে ।
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোখেছুর রহমান উজ্জল জানান, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে সদর হাসপাতালে ভর্তি হওয়া পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। পরিক্ষায় তার রিপোর্ট নেগেটিভ এসেছে।
Posted ১:৫৩ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad